
মোঃ রুবেল খান ,মোংলা।।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ট্রাকভর্তি ৫৪ মণ পুশচিংড়ি (জেলিযুক্ত)ও ১০ কেজি পুশিং ম্যাটারিয়াল, দুইটি ট্রাক ও একটি পিকআপসহ ১১ জনকে আটক করেছে কোস্টগার্ড পশ্চিম জোনের অধিনস্ত বিসিজি রুপসা স্টেশানের সদস্যরা। মঙ্গলবার ২৬ অক্টোবর রাতে খুলনার খান জাহান আলী সেতু এলাকা থেকে তাদের আটক করা হয়।
কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট এম মুনিফ তকি বুধবার (২৭ অক্টোবর) সকালে এতথ্য জানান।
তিনি বলেন, চিংড়িসহ বিভিন্ন প্রজাতির মাছে অপদ্রব্য পুশ করে জনস্বাস্থ্য হুমকির মূখে ফেলে স্বার্থ হাসিল করে এমন কয়েকটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে তথ্য উদঘাটন করে নিয়মিত অভিযান অব্যাহত রাখে কোস্টগার্ড। এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার ২৬ অক্টোবর রাতে খুলনার খান জাহান আলী সেতু এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ট্রাক ভর্তি ৫৪ মণ পুশচিংড়ি ও ১০ কেজি পুশিং ম্যাটারিয়াল জব্দ করা হয়।
এঘটনায় জড়িত থাকায় তাৎক্ষণিক ১১ জনকে আটক করে কোস্টগার্ড সদস্যরা।
পরবর্তীতে রুপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া সুলতানা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ জন চিংড়ি মালিককে ২ মাস করে এবং ৫ জন ট্রাক চালক ও হেলপারকে ১ মাস করে কারাদণ্ড প্রদান করেন।
তিনি আরও বলেন, জব্দকৃত জেলিযুক্ত চিংড়ি ও (পুশিং ম্যাটারিয়াল) জেলি পাউডার পুশিং রুপসা নদীতে ফেলে বিনষ্ট করা হয় এবং ট্রাকগুলোকে রুপসা থানায় হস্তান্তর করা হয়।