
এস এম রনি, স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় অবস্থিত কোরেস বাংলাদেশ লিমিটেড সোয়েটার ফ্যাক্টরিতে নভেম্বর (২০২৫)ইং মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে শ্রমিকরা কর্মবিরতি ও বিক্ষোভ করেছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে প্রায় ৩০০ শ্রমিক ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে। এসময় শ্রমিকরা সড়কের ওপর টায়ার, গাছের পাতা ও শুকনো ডাল জ্বালিয়ে অবরোধ কর্মসূচি পালন করায় মহাসড়কে যান চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে।খবর পেয়ে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সঙ্গে আলোচনা করে দুপুর ১টা ৪৫ মিনিটে অবরোধ প্রত্যাহার করাতে সক্ষম হয়।
পরবর্তীতে দুপুর ২টা ২০ মিনিটে শ্রমিক ও মালিক পক্ষের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় ৫ জন পুরুষ ও ৫ জন মহিলা শ্রমিক অংশ নেন। এসময় গার্মেন্টস কর্তৃপক্ষ মালিকের সঙ্গে মোবাইল ফোনে কথা বলে শ্রমিকদের আগামী শনিবার কারখানায় উপস্থিত থাকতে বলেন এবং সেদিনই বকেয়া পাওনা পরিশোধ করা হবে বলে আশ্বাস দেন।
মালিক পক্ষের আশ্বাসে শ্রমিকরা বিকাল আনুমানিক ৪টা ২০ মিনিটে শান্তিপূর্ণভাবে নিজ নিজ বাসায় ফিরে যান। বর্তমানে ওই এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

























