
শেখ জাবেদ আহমদ,
২৩/১১/২০২৫ খ্রিঃ এসআই (নিঃ) শিপলু চৌধুরী সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ কোতোয়ালী মডেল থানাধীন সোবহানীঘাটস্থ ইবনে সিনা মেডিকেল এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ছিনতাইকারী ১। সুমন মিয়া সাদ্দাম (২৫), পিতা-চাঁন মিয়া@ সিরাজ মিয়া @ দুদু মিয়া, সাং-জাহাঙ্গীরনগর গোয়াবাড়ি, থানা-এয়ারপোর্ট, সিলেট, ও ২। আব্দুল হাকিম (২৫), পিতা-কবির উদ্দিন, সাং-হোসেনপুর, থানা-তাহিরপুর, জেলা সুনামগঞ্জ, বর্তমানে-বাসা নং-২২, রোড নং-২ ব্লক ই শাহজালাল উপশহর, থানা-শাহপরান, সিলেট‘কে ০১ (এক) টি চাকুসহ গ্রেফতার করেন। উক্ত ঘটনার বিষয়ে কোতোয়ালী মডেল থানার মামলা নং:-৫৮, তারিখ:২৩/১১/২০২৫ খ্রিঃ, ধারা-৪/৫ আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২ সংশোধনী ২০১৯; রুজু হয়।আসামীদ্বয়‘কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
অপরদিকে, ২৪/১১/২০২৫ খ্রিঃ অপর অভিযানে এসআই (নিঃ) সোলায়মান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে কোতোয়ালী মডেল থানাধীন বন্দরবাজার কালেক্টর মসজিদ এর সামনে হতে ছিনতাইকারী ১। সুফিয়ান আলী (২৭), পিতা-রশিদ আলী, সাং-বাসা নং-১২৭, মোহনা পাঠানটুলা, থানা-জালালাবাদ, সিলেট, ২।মোহাম্মদ খালেদ আহমেদ (২৮), পিতা-মৃত ফারুক আহমেদ, সাং-কাগাপাশা, থানা-নবীগঞ্জ, বেলা হবিগঞ্জ, বর্তমানে রানা মিয়ার বাসা,পাঠানটোলা, থানা-জালালাবাদ,সিলেট, ৩।মো: নুরুল ইসলাম আকাশ(২৪), পিতা-তাজুল ইসলাম, সাং মাছিমপুর, থানা দোয়ারা বাজার, জেলা সুনামগঞ্জ, বর্তমানে বেলাল চেয়ারম্যানের বাসা সংলগ্ন আলিবাগ সুরমা গেট, থানা-শাহপরান, সিলেট‘দের গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীদের কোতোয়ালী মডেল থানার মামলা নং-৩০ তারিখ ১৯/০৮/২০২৫ ধারা ৪৫৭/৩৮০ মোতাবেক আদালতে প্রেরণ করা হয়েছে।

























