
আব্বাস আলী, ঝিনাইদহ জেলা প্রতিনিধি।।
ঝিনাইদহ কোটচাঁদপুরে পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিকের বস্তা ব্যবহার করার অভিযোগে তিন দোকানিকে জরিমানা করেছেন ঝিনাইদহের পাট মূখ্য কর্মকর্তা আক্তারুজ্জামান।
গতকাল সোমবার দুপুরে স্থানীয় পৌর শহরে এ অভিযান পরিচালনা করেন।
পাট মূখ্য কর্মকর্তা জানান,পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিকের বস্তুা ব্যবহার করায় শহরের তিন দোকানিকে ২৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ অভিযান পরিচালনা করেন উপজেলার নির্বাহী অফিসার মোঃ দেলোয়ার হোসেন।
যার মধ্যে রয়েছে দুইটি চালের দোকান, আর একটি পোল্ট্রির খাবারের দোকান।
অভিযুক্ত চালের দোকানিরা হলেন শংকর সাহা ও সঞ্চিত ঘোষ।
পোস্ট অফিস মোড়ের পল্ট্রি খাবারের দোকানি জাহা বক্স। এসময় মডেল থানা পুলিশের একটি চৌকস দল সাথে ছিলেন।