
মোঃ আবু কাওছার মিঠু
নারায়ণগঞ্জ- প্রতিনিধি।।
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা কৃষকদল গতকাল ৩০ডিসেম্বর সোমবার সভা ও শোভাযাত্রা করেছে। বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠিকে সংগঠিত করার লক্ষ্যে কৃষক সমাবেশের অংশ হিসেবে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা এলাকায় আয়োজিত কৃষকদলের এ সভায় সভাপতিত্ব করেন ভুলতা ইউনিয়ন কৃষকদলের সভাপতি নুরুজ্জামান ভুঁইয়া।
সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের আহবায়ক ডা. শাহিন- রূপগঞ্জ থানা কৃষকদলের সভাপতি আলম মিয়া- সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান- তারাবো পৌরসভা কৃষকদলের সভাপতি বেলায়েত হোসেন- সাধারণ সম্পাদক বাদল ভুঁইয়া, কাঞ্চন পৌরসভা কৃষকদলের সভাপতি রফিকুল ইসলাম- কায়েতপাড়া ইউনিয়ন কৃষকদলের সভাপতি মোক্তার হোসেন- সাধারণ সম্পাদক কামরুল হাসান- রূপগঞ্জ ইউনিয়ন কৃষকদলের সভাপতি মোমেন মিয়া, সাধারণ সম্পাদক ফারুক মিয়া- মুড়াপাড়া ইউনিয়ন কৃষকদলের সভাপতি আক্তার হোসেন- সাধারণ সম্পাদক ইকবাল হোসেন- ভুলতা ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক শাহ আলম- গোলাকান্দাইল ইউনিয়ন কৃষকদলের সভাপতি আল-আমিন- সাধারণ সম্পাদক শাহিন মিয়া- ভোলাবো ইউনিয়ন কৃষকদলের সভাপতি মোজাম্মেল হক- সাধারণ সম্পাদক মতিউর রহমান- দাউদপুর ইউনিয়ন কৃষকদলের সভাপতি তুষার, সাধারণ সম্পাদক নাঈম হিরা প্রমুখ।
সভায় বক্তারা বলেন- দীর্ঘদিন ধরে কৃষকরা অবহেলিত। কৃষকদের সার- বীজ ন্যায্য মূল্যে দিতে হবে। উৎপাদিত পণ্য বাজারজাত করণে সহযোগিতা করতে হবে। কৃষকদের মূল্যায়ণ করতে হবে। অন্যথায় ফসল ফলবে না।
পরে শোভাযাত্রা নিয়ে তারা ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা এলাকা প্রদক্ষিণ করে।