
মো.ইমরান হোসেন,
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রচারের লক্ষ্যে গাজীপুর-০১ সংসদীয় আসনের অন্তগর্ত বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বিশাল কর্মীসমাবেশে অনুষ্ঠিত হয়।
শনিবার ( ১ নভেম্বর) উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে চা -বাগান সাইয়েদুল আলম বাবুল উচ্চ বিদ্যালয় মাঠে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক গাজীপুর-১ সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব কাজী সাইয়েদুল আলম বাবুল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোয়ালী ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি মো.আলী আজম খান, বোয়ালী ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক আতাউর রহমান সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ, সাবেক গাজীপুর জেলা যুবদলের সদস্য সচিব এডভোকেট রফিকুল ইসলাম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাফর ইকবাল জনি, সূত্রাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো.নূরুল আমিন সহ বিবিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।























