
মো.ইমরান হোসেন হান্নান,
কালিয়াকৈর ( গাজীপুর) প্রতিনিধি।।
গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা- টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা হরিণহাটি এলাকায় তিতাস গ্যাসের হাইপ্রেসার লাইনে রোববার ভোর রাত থেকে হঠাৎ গ্যাস বেরুচ্ছে ও থেমে থেমে আগুন জ্বলছে । ঘটনার ১২ ঘন্টা অতিবাহিত হলেও গ্যাসের লাইন মেরামতের কোন ব্যবস্থা না নেয়ায় বড় ধরনের দূর্ঘটনার আশংকা করা হচ্ছে ।
ফায়ার সার্ভিস ও এলাকাবাসী জানায় , ঢাকা – টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা হরিণহাটি এলাকায় এপেক্স ট্যানারি লিমিটেডের সামনে রোববার ভোর রাত চারটায় হঠাৎ গ্যাসের পাইপলাইন থেকে আগুন জ্বলতে দেখে জনৈক চালক কারখানার সিকিউরিটিকে অবগত করে । সিকিউরিটি বিষয়টি এডমিন ম্যানেজারকে জানালে তাৎক্ষনিক কালিয়াকৈর ফায়ার সার্ভিসে খবর দিলে দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিভিয়ে দেয় । আঞ্চলিক তিতাস গ্যাস অফিসে জানালে তারা কোন ব্যবস্থা নেয়নি । সকাল আটটায় পূনরাই গ্যাস পাইপলাইন থেকে আগুন জ্বলতে দেখে এপেক্স কারখানার নিজস্ব ফায়ার ইউনিট দিয়ে আগুন নিভিয়ে ফেলে । মহাসড়কের পাশে গ্যাস পাইপ লাইনের উপর হাই ভোল্টেজের চারটি বিদ্যুতের লাইন ও ট্যানারি কারখানা রয়েছে । ঘটনার ১২ ঘন্টা পার হলেও বিকাল চারটা এরিপোর্ট লেখা পর্যন্ত গ্যসের লাইন মেরামত করা হয়নি । এই অবহেলার কারণে যে কোন সময় মারাত¦ক দূর্ঘটনা ঘটার আশংকা রয়েছে । এব্যাপারে আঞ্চলিক তিতাস গ্যাস (পল্লীবিদ্যুৎ )অফিসের টেকনিসিয়ান মো. নজরুল ইসলাম জানান , মহাসড়কের পাশে তিতাস গ্যাসের হাই প্রেসার ইন্ডাস্ট্রিয়াল লাইন আমাদের নিয়ন্ত্রনের বাইরে । পাইপে গ্যাস বেড় হওয়া ও আগুন লাগার কথা বিভাগীয় জয়দেবপুর অফিসে জানিয়েছি । জয়দেবপুর বিভাগীয় ম্যানাজার মো.মোস্তফা মাহাবুবকে মোঠোফোনে একাদিকবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি । এলাকাবাসীর অভিযোগ , চন্দ্রা – পল্লীবিদ্যুৎ ও ঢাকা – টাঙ্গাইল মহাসড়ক এলাকায় প্রায়ই এরূপ সমস্যা হয়ে থাকে , এব্যাপারে কর্তৃপক্ষকে জানালেও কোন গুরুত্ব দেয়না ।