
মো.ইমরান হোসেন,
গাজীপুরের কালিয়াকৈরে মহান বিজয় দিবস ২০২৫ ইং যথাযোগ্য মর্যাদায় উদযাপন করার লক্ষ্যে দিনব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর)কালিয়াকৈর উপজেলা প্রশাসন কর্তৃক গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনি ও মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ,সকাল ৯ টায় জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন,শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমাবেশ,কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন এবং পুরস্কার বিতরণ। সকাল ১১ টায় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও যুদ্ধাহত মুক্তিযুদ্ধ পরিবারের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠান, প্রীতি ফুটবল ম্যাচ।
উপজেলা পরিষদ চত্বরে সকাল সাড়ে দশটায় বিজয় মেলা উদ্বোধন, ধর্মীয় ও অন্যান্য উপাসনালয় বিশেষ মোনাজাত ও প্রার্থনা, উন্মুক্ত স্থানে মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রদর্শন ভিত্তিক প্রমাণ্য চিত্র প্রদর্শন, শিশুদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধ ভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান।
মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কালিয়াকৈর উপজেলা নির্বাহী অফিসার এ,এইচ এম ফখরুল হোসাইন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মো.আক্তারুজ্জামান, কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ খন্দকার নাসির উদ্দিন। উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.ফাহিম শাহরিয়ার, সাবেক মেয়র মো.মজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা বৃন্দ, সাংবাদিকবৃন্দ,মুক্তি যোদ্ধা শহীদ পরিবারের সদস্যবৃন্দ,শিক্ষক -শিক্ষার্থীবৃন্দ,সরকারী কর্মকর্তা -কর্মচারী বৃন্দ ও হাজার হাজার দর্শনার্থী বৃন্দ।

























