
মো.ইমরান হোসেন স্টাফ রিপোর্টার,
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ৫০টি মাধ্যমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে মঙ্গলবার দুপুরে ১০হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস সুত্র জানায়, কালিয়াকৈর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তত্বাবধানে উপজেলার ৫০টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রতি শ্রেণির ১থেকে ১০ রোল নম্বরধারী শিক্ষার্থীদের জনপ্রতি ১টি করে জাম,নিম,কাঠাল ও বেল গাছের চারা প্রদান করা হয়।
এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা গোলাম মুস্তফা, উপ সহকারী কর্মকর্তা শওকত হোসেন,আলমগীর হোসেন ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ শিক্ষার্থী ও শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন ৫৪টি মাধ্যমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে প্রতি বিদ্যালয়ে ২০০টি চারা হিসেবে মোট ১০ হাজার ৮ শত গাছের চারা বিতরণ করা হয়। এতে পরিবেশ ও জলবায়ুর উপর ব্যাপক প্রভাব বিস্তার করবে।