প্রিন্ট এর তারিখঃ জুলাই ২, ২০২৫, ৮:১৩ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১, ২০২৫, ৯:২২ পি.এম
কালিয়াকৈরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে ১০ হাজার গাছের চা’রা বিত’রণ

মো.ইমরান হোসেন স্টাফ রিপোর্টার,
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ৫০টি মাধ্যমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে মঙ্গলবার দুপুরে ১০হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস সুত্র জানায়, কালিয়াকৈর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তত্বাবধানে উপজেলার ৫০টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রতি শ্রেণির ১থেকে ১০ রোল নম্বরধারী শিক্ষার্থীদের জনপ্রতি ১টি করে জাম,নিম,কাঠাল ও বেল গাছের চারা প্রদান করা হয়।
এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা গোলাম মুস্তফা, উপ সহকারী কর্মকর্তা শওকত হোসেন,আলমগীর হোসেন ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ শিক্ষার্থী ও শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন ৫৪টি মাধ্যমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে প্রতি বিদ্যালয়ে ২০০টি চারা হিসেবে মোট ১০ হাজার ৮ শত গাছের চারা বিতরণ করা হয়। এতে পরিবেশ ও জলবায়ুর উপর ব্যাপক প্রভাব বিস্তার করবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২