মো.ইমরান হোসেন হান্নান,
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি।।
গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার মাটিকাটা রেললাইন এলাকায় রোববার রাতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির নিহত হয়েছে। নিহত ব্যক্তির কোন পরিচয় পাওয়া যায়নি।
এলাকাবাসী জানায়, কালিয়াকৈর পৌরসভার মাটিকাটা রেললাইন এলাকায় রোববার রাতে অজ্ঞাত (৪৫) ব্যক্তি রেললাইনের উপর দিয়ে হাটাহাটি করছিল। এসময় ঢাকাগামী একটি ট্রেন ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এলাকাবাসী পুলিশকে খবর দেয় লাশটি ঘটনাস্থল থেকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন। জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) শহীদুল্লাহ জানান, কালিয়াকৈর উপজেলার মাটিকাটা এলাকা থেকে ট্রেনে কাটা অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।































