মোঃ সৌরভ হোসাইন (সবুজ)
স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জ।।
সিরাজগঞ্জের কামারখন্দে অভিযান চালিয়ে তালিকাভুক্ত ৪ মাদক কারবারি ও ৪ জুয়াড়িকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে তাদেরকে ১৮৬৭ সালের জুয়া আইনে মামলায় আদালতে পাঠানো হয়।
এর আগে, সোমবার (২০ ফেব্রুয়ারি) দিনগত রাতে উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
গ্রেফতার মাদক কারবারিরা হলেন—উপজেলার জামতৈল দক্ষিণ পাড়ার বেদেনা বেগম (৪৫), চন্দনা খাতুন (৪০), ছাবিনা আক্তার (৩৮) ও কামারখন্দ দক্ষিণ পাড়ার ইসমাইল প্রাং (৫২)। এদের বিরুদ্ধে ইয়াবা, গাঁজা, হেরোইনসহ মাদকের একাধিক মামলা রয়েছে।
এছাড়া উপজেলার বালুকোল দক্ষিণ পাড়ায় অভিযান চালিয়ে বালুকোল গ্রামের জুয়াড়ি মোস্তফা মন্ডল (৪০), নুর ইসলাম (৩২), আলম সরকার (৫০), শফিকুল ইসলামকে (৩০) গ্রেফতার করা হয়।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরনবী প্রধান জানান, বিশেষ অভিযান পরিচালনা করে ৪ জন মাদক কারবারি ও ৪ জন জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে। আমরা নিয়মিতভাবে মাদক ও জুয়ার বিরুদ্ধে অভিযান পরিচালনা অব্যাহত রেখেছি