
পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরের কাউখালী উপজেলার চিরাপাড়া পার সাতুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো: লাইকুজ্জামান মিন্টু -৪৩-কে আটক করেছে গোয়েন্দা পুলিশ -ডিবি-।
রবিবার -৯ফেব্রুয়ারী- রাতে পিরোজপুর জেলা সদর থেকে তাকে আটক করা হয়। ডিবি পুলিশ
রাতে কাউখালী থানায় হস্তান্তর করেন।
কাউখালী থানার অফিসার্স ইনচাজ -ওসি- মো : সোলায়মান বিষয়টি নিশ্চিত করে বলেন, উপজেলার বেকুটিয়ার নতুন বাজার এলাকায় ২০২৪ সালের নভেম্বর মাসে বিএনপির পোষ্টা লাগানোকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনা কাউখালী থানার একটি মামলা হয়। উক্ত মামলায় তাকে সন্দেহজনক হিসেবে ডিবি পুলিশ পিরোজপুর থেকে গ্রেফতার করে রাতে কাউখালী থানায় হস্তান্তর করেন। সোমবার সকালে তাকে আদালতে প্রেরন করা হয়েছে।