
তৌহিদ বেলাল
কক্সবাজার জেলা প্রতিনিধি।।
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের সাতকানিয়া থেকে বিপুল ফেনসিডিল উদ্ধার হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে একজন পেশাদার মাদক কারবারিকে। কক্সবাজারস্থ র্যাব-১৫ শুক্রবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটায় সাতকানিয়া উপজেলার মিরনগরে এই অভিযান পরিচালনা করে।
র্যাব জানায়, ফেনসিডিলের একটি চালান কক্সবাজারে আনার খবরে র্যাব-১৫, সিপিসি-৩ ও বান্দরবান ক্যাম্পের আভিযানিক দল কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের মিরনগর এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে পূরবী বাসে তল্লাশি অভিযান চালায়। এসময় ওই বাস থেকে নুরুল হোসেন নামের একজন যাত্রীকে আটক ও তার নিকট থেকে ৭০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত নুরুল হোসেন (১৯) বান্দরবান জেলার লামা উপজেলার ফাঁসিয়াখালি ইউনিয়নের ২নং ওয়ার্ডের পাগলিরবিল গ্রামের আবদুল মালেক ও জান্নাত আরা’র পুত্র।
কক্সবাজার র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারি পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত মাদক কারবারি ও উদ্ধার করা ফেনসিডিল সাতকানিয়া থানায় হস্তান্তর করে মাদক আইনে মামলার জন্য লিখিত এজাহার দেয়া হয়েছে।