
তৌহিদ বেলাল,
কক্সবাজারে ওজনে কারচুপির অভিযোগের ভিত্তিতে ৩ টি স্বর্ণের দোকানে অভিযান পরিচালনা করেছে বিএসটিআই। কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ-কউক এর সহযোগিতায় এ অভিযানে তিনটি স্বর্ণের দোকানকে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। বৃহস্পতিবার বিকেলে কক্সবাজার শহরের বড়বাজার ও সদর উপজেলার বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন কউক এর সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা বেগম। তিনি বলেন, ‘স্বর্ণের দোকানে ওজন পরিমাপক যন্ত্র সঠিক না থাকার সত্যতা পেয়ে তিনটি দোকানকে জরিমানা করা হয়েছে। সেই সাথে অন্যান্য দোকান মালিকদেরও সঠিক ওজন পরিমাপক যন্ত্র ব্যবহারের পরামর্শ দেয়া হয়েছে’। এতে প্রসিকিউটর কর্মকর্তা ছিলেন বিএসটিআই’র ইন্সপেক্টর রঞ্জিত কুমার মল্লিক। এ ছাড়া চারটি ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে পরিমাপক যন্ত্র সঠিক পাওয়া যায়। অভিযানে পুলিশ- বিজিবিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। জনস্বার্থে বিএসটিআই, কক্সবাজারের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা বেগম। #