
নুর মোহাম্মদ,কক্সবাজার
চাঞ্চল্যকর জোড়া খুনের আসামী মোঃ দেলোয়ারকে গ্রেফতার করেছে রামু থানা পুলিশ।
রামু উপজেলার ঈদগড়ের পানেরছড়া ঢালারমুখ পাকা রাস্তার উপর হতে তাকে আটক করা হয়। শনিবার (১৮ এপ্রিল ) রাত সাড়ে আটটার দিকে রামু থানা অফিসার ইনচার্জ ইমন কান্তি চৌধুরীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে।
তিনি কক্সবাজার জেলার রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের চরপাড়া এলাকার আব্দুর রশিদের পুত্র
মোঃ দেলোয়ার। সে ঈদগড়ের বহুল আলোচিত রুবি আক্তার (১৯) ও তাঁর স্বামী নুর মোহাম্মদ (২৮) হত্যা মামলার অন্যতম আসামি।
নিহত রুবি আক্তার ওই ইউনিয়নের ওপরের খিল এলাকার বাসিন্দা কামাল হোসেনের মেয়ে ও নুর মোহাম্মদ চট্টগ্রামের রাউজান এলাকার বাসিন্দা। খুন হওয়ার আড়াই মাস পূর্বে দুজনের বিয়ে হয়।
নিহত রুবির মা আমেনা খাতুন জানান, স্থানীয় আবদুর রশিদের পুত্র মোঃ রমজান কর্তৃক তার মেয়ে রুবি আক্তারকে বিয়ের প্রস্তাব দেয়া হলে তারা তা প্রত্যাখ্যান করেন। পরবর্তীতে তাদের মেয়েকে চট্টগ্রামের রাউজান থানার মধ্যম কদলপুর গ্রামের আলিম উদ্দিনের পুত্র নূর মোহাম্মদের সাথে ঘর জামাই হিসেবে বিয়ে দেন। এদিকে আক্রোশের বশিভূত হয়ে রমজান ও তার ভাই মোঃ দেলোয়ার সহ তাদের পরিবারের সদস্যরা বিভিন্ন সময় গালিগালাজ ও প্রকাশ্যে প্রাননাশের হুমকি প্রদান করতে থাকেন রুবি ও তার পরিবারকে। তারই ফলশ্রুতিতে গত ১৯ জুন ২০২৪ ইং আনুমানিক আড়াইটায় খুনিরা ধারালো অস্ত্র সহকারে আমেনা খাতুনের বসত ঘরে প্রবেশ করে তার মেয়ে রুবি আক্তার ও জামাতা নূর মোহাম্মদকে জবাই করে হত্যা করে।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমন কান্তি চৌধুরী জানান, জোড়া খুনের আসামী আটক মোঃ দেলোয়ার আইনশৃংখলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে দীর্ঘদিন আত্মগোপনে ছিল। তাকে তথ্য প্রযুক্তির সহায়তায় গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। সে ঘটনার সাথে সরাসরি জড়িত বলে প্রাথমিকভাবে স্বীকারোক্তি দিয়েছেন। পরবর্তীতে তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।