
কক্সবাজার অফিস।।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর-ডিএনসি-পৃথক অভিযান চালিয়ে ৮শত ৮৭ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করেছে। রামু উপজেলার ফতেখাঁরকুল ও চাকমারকুল ইউনিয়নে এ অভিযান পরিচালনা করে।
কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ- পরিচালক মোহাম্মদ রুহুল আমিন বুধবার ২১ ফেব্রুয়ারী অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক তায়রিফুল ইসলাম’র নেতৃত্বে একটি টিম কক্সবাজারের রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের দক্ষিণ শ্রিকুল এলাকায় অভিযান পরিচালনা করে।
ওই সময় ৬০০-ছয়শত-ইয়াবাসহ আব্দুর রহিম-৪১-নামের একজনকে গ্রেফতার করেন। গ্রেফতার ব্যক্তি দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা করে আসছে বলে জানিয়েছেন এলাকাবাসী। সে ফতেখাঁরকুল ইউনিয়নের দক্ষিণ শ্রিকুলের বাসিন্দা।
পরবর্তীতে রামু উপজেলার চাকমারকুল ইউনিয়নের কলঘর বাজার এলাকায় মাদকের লেনদেন হবে এ সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই জনকে ইয়াবাসহ গ্রেফতার করে।
এসময় দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদ’র ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য আমির হামজা’র পুত্র ছোটন সারওয়ার রাফি-১৯-র হেফাজত হতে ১শত ১২ পিস ইয়াবা ও টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়ন’র আমতলি এলাকার মৃত কালুর পুত্র মোঃ জাকারিয়া হতে ১শত ৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতার মোঃ জাকারিয়া ওই ইউপি সদস্যের ব্যবসা প্রতিষ্ঠান ছোটন অটোরাইস মিলের কর্মচারী বলে এলাকাবাসী সুত্রে জানাগেছে।
মঙ্গলবার ২০ ফেব্রুয়ারী এ অভিযান পরিচালনা করে ডিএনসি। মাদক নির্মূলে এই অভিযান অব্যাহত থাকবে বলে দাবি করেন ওই কর্মকর্তা।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মোঃ তায়রীফুল ইসলাম বিজয় বাদি হয়ে মামলা দায়ের করেছেন বলে জানিয়েছেন রামু থানার অফিসার ইনচার্জ মোঃ আবু তাহের দেওয়ান।