কক্সবাজার প্রতিনিধি।।
কক্সবাজারে রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ও চাকমারকুল ইউনিয়নে পৃথক অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
রামু উপজেলার সহকারী কমিশনার-ভূমি-নিরুপম মজুমদারের নেতৃত্বে বৃহস্পতিবার-১ ফেব্রুয়ারী-এ অভিযান চালায়।
পৃথক অভিযানে ওই ইউনিয়নের উমখালী ও শ্রীমুরা এলাকার কৃষি জমির মাটি কেটে ইট ভাটার উদ্দেশ্যে ব্যবহার করায় ৫০ হাজার টাকা জরিমানা করেন।
অভিযানে রামু উপজেলা সহকারি কমিশনার ভুমি নিরুপম মজুমদার জানান, কিছু ব্যবসায়ী মহল অবৈধভাবে কৃষি জমির টপসয়েল কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে, যার কারনে মাটির উর্বরতা নষ্ট হচ্ছে।
জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট প্রশাসন।