নুর মোহাম্মদ কক্সবাজার।।
কক্সবাজারে সাউদ এশিয়া স্যোশাল কালচারাল কাউন্সিল ও সাউদ এশিয়া বিজনেস পার্টনারশীপের আয়োজনে পর্যটন শিল্পের উন্নয়নে আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা হোটেল সী ওয়ার্ল্ড ও বাশার গ্রুপের চেয়ারম্যান এন্ড সিইও, দেশবরেণ্য শিল্পোদ্দ্যাক্তা আলহাজ্ব আবুল বশর আবুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
কক্সবাজারস্থ হোটেল সী ওয়ার্ল্ড এর সম্মেলন কক্ষে শুক্রবার-২ ফেব্রুয়ারি-বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা’র পবিত্র কুরআন তেলাওয়াতে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পিরজাদা শহিদুল হারুন, বিশেষ অতিথি ছিলেন সাবেক সচিব ও বাংলাদেশ হাই-টেক পার্ক ব্যবস্থাপনা পরিচালক ডা. বিকর্ণ কুমার ঘোষ, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ -বিআরটিএ-এর পরিচালক যুগ্ম সচিব-অডিট ও আইন বিষয়ক-মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরী, শিক্ষাবিদ ও কলামিস্ট ডাঃ. মোহাম্মদ মাসুম চৌধুরী।
বক্তব্য রাখেন মাই টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান আলহাজ্ব নুরুল কবির, কক্সবাজার জেলা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি ফরিদুল আলম শাহীন, দুর্বার তারণ্য ফাউন্ডেশনের চেয়ারম্যান মো: আবু আবিদ।
স্বাগত বক্তব্য রাখেন কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, অগ্রগামী গ্রুপ পরিচালক এম গোলাম ফারুক মজনু, সাউদ এশিয়া স্যোশাল কালচারাল কাউন্সিল মহাসচিব এইচ এম আরমান প্রমুখ। এতে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক তৌহিদ বেলাল, রামু উপজেলার গর্জনিয়া ইউপি চেয়ারম্যান বাবুল চৌধুরী।
সমগ্র অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন এসএ টিভির সংবাদ পাঠিকা গোলেনুর রুপা নূর।
বক্তারা বলেন, সরকার পর্যটন শিল্পের যথাযথ গুরুত্ব অনুধাবন করে অনেক উন্নয়ন করেছে। পর্যটনের প্রয়োজনীয় সবকিছু আমাদের দেশে আছে। কক্সবাজার বিশ্বের সবচেয়ে বড় সৈকত। পর্যটন সম্প্রসারণে প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন, সেবার মান উন্নতকরণ, নিরাপত্তা বাড়ানো, আচরণ ও মানসিকতার পরিবর্তন হতে হবে। একটি স্মার্ট ট্যুরিজম হবে। তাই কক্সবাজারের পর্যটন শিল্পকে আরো বেশি সাজাতে হবে।
আলোচনা সভার পর গুণীজন সংবর্ধনা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।