
নিউজ ডেস্ক:
সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে প্রথমবারের মতো হোয়াইট হাউসে যাচ্ছেন। সেখানে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন সিরিয়ায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত।
রোববার (২ নভেম্বর) এক বিবৃতিতে রাষ্ট্রদূত জানান, আগামী ১০ নভেম্বর ওয়াশিংটনে পৌঁছাবেন প্রেসিডেন্ট আল শারা। এর আগে গত সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফর করলেও, সে সময় তার ট্রাম্পের সঙ্গে কোনো বৈঠক হয়নি এবং ওয়াশিংটনেও যাননি তিনি।
কূটনৈতিক সূত্র জানায়, যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আইএসবিরোধী অভিযানে সিরিয়াকে অন্তর্ভুক্ত করার বিষয়ে আলোচনাই এই সফরের মূল উদ্দেশ্য। উভয় পক্ষ সন্ত্রাসবিরোধী সহযোগিতা ও আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে আলোচনা করবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

























