
দৈনিক আজকের বাংলা ডেস্ক,
রাষ্ট্রীয় সফরে ওয়াশিংটনে পৌঁছেছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠকের মধ্য দিয়ে গাজায় নতুন যুদ্ধবিরতির সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানিয়েছেন বিশ্লেষকরা। খবর বিবিসির।
সাংবাদিকদের ট্রাম্প বলেন, “আমি সংঘাত অবসানের বিষয়ে অত্যন্ত দৃঢ় অবস্থান নিয়েছি। আশা করছি, এই সপ্তাহেই একটি চুক্তি হবে।”
অন্যদিকে বিমানে ওঠার আগে নেতানিয়াহু বলেন, “আমরা আলোচিত চুক্তি বাস্তবায়নের চেষ্টা করছি, আমাদের শর্ত অনুযায়ী। প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আলোচনা কাঙ্ক্ষিত ফলাফলে পৌঁছাতে সাহায্য করবে।”
এদিকে স্থানীয় সময় রোববার (৬ জুলাই) সন্ধ্যায় কাতারে ইসরাইল ও হামাসের মধ্যে পরোক্ষ আলোচনা পুনরায় শুরু হয়েছে। মার্কিন প্রস্তাবিত ৬০ দিনের যুদ্ধবিরতি ও বন্দিমুক্তি চুক্তি নিয়ে আলোচনায় অগ্রগতি হলেও প্রধান বাধাগুলো এবারও কাটিয়ে ওঠা যাবে কি না, তা স্পষ্ট নয়।