
দৈনিক আজকের বাংলা ডেস্ক,
গত ১২ জুন ভারতের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার একটি বিমান বিধ্বস্ত হয়। লন্ডনগামী ওই বিমানে থাকা ২৪২ আরোহীর মধ্যে মাত্র একজন ছাড়া বাকিরা সবাই নিহত হন। নিহতদের মধ্যে ৫২ জন ব্রিটিশ নাগরিকও ছিলেন। তাদের মধ্যে ১২ জনের মরদেহ যুক্তরাজ্যে পাঠায় ভারত। তবে এই মরদেহগুলোর মধ্যে কিছু ভুলভাবে প্রেরিত হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে দ্য গার্ডিয়ান।
নিহত ব্রিটিশ নাগরিকদের পরিবারের আইনজীবী জেমস হিলি প্র্যাট জানিয়েছেন, এমন ঘটনায় পরিবারগুলো গভীরভাবে ক্ষুব্ধ ও ব্যথিত।
তিনি জানান, এক পরিবার তাদের প্রিয়জনকে শেষ বিদায় জানাতে সব প্রস্তুতি সম্পন্ন করেছিল। কিন্তু অন্ত্যেষ্টিক্রিয়ার আগে তারা জানতে পারে, কফিনে থাকা মরদেহটি আসলে তাদের প্রিয়জনের নয়। বাধ্য হয়ে তারা অনুষ্ঠান বাতিল করে।
ডেইলি মেইল জানায়, আরেক ঘটনায় একটি কফিন থেকে দু’জনের দেহাবশেষ পাওয়া যায়। এতে ওই পরিবার চরম ভোগান্তিতে পড়ে এবং তাদের আত্মীয়ের দেহাবশেষ থেকে অন্যজনের দেহাবশেষ আলাদা করে সমাহিত করতে হয়।
লন্ডনের চিকিৎসক ফিয়োনা উইলকক্স নিহতদের মরদেহের ডিএনএ পরীক্ষা করে এই ভুলের বিষয়টি নিশ্চিত করেন।
ভারতে নিহতদের মধ্যে ১২ জনের মরদেহ যুক্তরাজ্যে পাঠানো হলেও অনেকের মরদেহ ভারতেই দাহ বা সমাহিত করা হয়েছে।
এদিকে দুই দিনের মধ্যে যুক্তরাজ্যে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের সঙ্গে বৈঠক করবেন এবং মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করবেন। নিহতদের পরিবারের আইনজীবী দাবি করেছেন, স্টারমার যেন মোদির সঙ্গে এই ভুল মরদেহ পাঠানোর বিষয়টি আলোচনায় তোলেন।