
নিউজ ডেস্ক:
ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন জানিয়েছেন, এবারের তাবলিগ জামায়াতের ইজতেমা ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের পর অনুষ্ঠিত হবে। রোববার (২ নভেম্বর) সচিবালয়ে জুবায়ের ও সা’দপন্থি নেতাদের সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করে ধর্ম উপদেষ্টা বলেন, “বিশেষ পরিস্থিতির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশে নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচনের কাজে ব্যস্ত থাকবেন। তাই নির্বাচন ও রমজানের পর ইজতেমা আয়োজন করা হবে। এ বিষয়ে তাবলীগ জামায়াতের নেতৃবৃন্দও সম্মতি দিয়েছেন।”
তিনি আরও জানান, কারা আগে ইজতেমা করবেন তা এখনও চূড়ান্ত হয়নি। দুই গ্রুপের একসঙ্গে ইজতেমা হওয়ার কোনো সুযোগ নেই। দুইপক্ষের সঙ্গে আলোচনার পর ইজতেমার চূড়ান্ত তারিখ ঠিক করা হবে।
বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, শিল্প ও গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি উপস্থিত ছিলেন।

























