পটিয়া প্রতিনিধি, সোমনাথ সেন শুভ
উত্তর ভূর্ষি পশ্চিম পাড়া পল্লী মঙ্গল সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হলো সার্বজনীন শ্রীশ্রী সরস্বতী পূজা। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পূজাকে ঘিরে আয়োজিত হয় বিশেষ অনুষ্ঠান, যেখানে উপস্থিত ছিলেন সংঘটনের সভাপতি সুদীপ্ত দাশ, সম্পাদক বিজয় নাথ ও অর্থ সম্পাদক সুব্রত সেন।
সভাপতি সুদীপ্ত দাশ বলেন, “এটি শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি সংস্কৃতি ও জ্ঞানের প্রতীক। এমন আয়োজন আগামী দিনেও অব্যাহত থাকবে।”
সম্পাদক বিজয় নাথ বলেন, “সার্বজনীন পূজার মাধ্যমে সমাজের সকল স্তরের মানুষের মধ্যে সৌহার্দ্য ও ঐক্যের বার্তা পৌঁছে দিতে চাই।”
অর্থ সম্পাদক সুব্রত সেন জানান, “সংঘটনের সকল সদস্যের আন্তরিক সহযোগিতায় এ পূজা সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।”
পূজা উপলক্ষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে স্থানীয় সংগীতশিল্পীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিশিষ্ট সংগীতশিল্পী বিক্রম শীল। তাঁর অনবদ্য সুরের মূর্ছনায় দর্শক-শ্রোতারা মুগ্ধ হন।
সংঘটনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও তারা এমন আয়োজন অব্যাহত রাখবে এবং সমাজের কল্যাণে কাজ করে যাবে।