
অনলাইন ডেস্ক:
উত্তর আফগানিস্তানের মাজার-ই-শরীফের কাছে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে।
দেশটির স্বাস্থ্য অধিদফতরের বরাতে এ খবর জানিয়েছে আল জাজিরা। এতে আরও অন্তত ১৫০ জন আহত হয়েছেন বলে জানানো হয়েছে।
ভূমিকম্পের পর উদ্ধারকাজ অব্যাহত রয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় প্রশাসন আশঙ্কা করছে—নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
উত্তরাঞ্চলের পাহাড়ি প্রদেশ সামানগানের জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সামিম জোয়ান্দা রয়টার্সকে জানিয়েছেন, সোমবার সকাল পর্যন্ত হাসপাতাল থেকে পাওয়া প্রতিবেদনে ১৫০ জন আহত ও সাতজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিসির তথ্যমতে, স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে মাজার-ই-শরীফ শহরের কাছে খোলম এলাকায় আঘাত হানে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পটি। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল প্রায় ২৮ কিলোমিটার।
ভূমিকম্পে আতঙ্কিত হয়ে মধ্যরাতে ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসে স্থানীয় বাসিন্দারা।

























