
শওকত আলম, ককসবাজার,
কক্সবাজারের ঈদগাঁও পশ্চিম পোকখালী এলাকায় ১৪ বছরের এক শিশুকে অপহরণের পর ৪৯ হাজার টাকা মুক্তিপণ আদায়ের অভিযোগ পাওয়া গেছে। মুক্তিপণ আদায় করে শিশুটিকে ছেড়ে দিলেও বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়।
অপহৃত শিশুর চাচা বাদী হয়ে ঈদগাঁও থানায় মামলা দায়ের করেন। মামলার পর র্যাব দ্রুত অভিযান চালিয়ে মহেশখালী থেকে প্রধান আসামি আরমান হোসেন (২৬)–কে আটক করে। পরে তাকে ঈদগাঁও থানায় সোপর্দ করা হয়।
আটক আরমান হোসেন মৃত রশিদ আহমদের ছেলে এবং জান্নাতুল ফেরদৌসের সন্তান। তাঁর ঠিকানা—হামিদুর রহমান পাড়া, ৩ নম্বর ওয়ার্ড, হোয়ানক ইউনিয়ন, মহেশখালী।
ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন,
“আসামিকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে। তার সঙ্গে আরও কারা জড়িত, অপহরণের পরিকল্পনা কোথায় করা হয়—সব বিষয়েই গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসতে পারে।”
পুলিশ ও র্যাবের দাবি, অপহরণচক্রে আরও কেউ জড়িত থাকলে তাদেরও শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। এতে এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরেছে।























