
স্টাফ রিপোর্টার,ঈদগাঁও।।
ঈদগাঁও দক্ষিন মাইজ পাড়া শিশু কিশোর ফুট বল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে।
৩১ডিসেম্বর বিকেলে দক্ষিন মাইজ পাড়াস্থ খেলা মাঠে ব্যাপক উৎসাহ উদ্দীপনামুখর পরিবেশে এ ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-
সফর্টওয়ার ইঞ্জিনিয়ার (আমেরিকা) ও আমির সুলতান এন্ড দিলনেওয়াজ বেগম হাই স্কুলের প্রতিষ্ঠাতা শহীদ উল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন- ঈদগাঁও রিপোর্টার্স সোসাইটির সাবেক সভাপতি এম আবু হেনা সাগর।
খেলা উদ্বোধন ঘোষনা করেন,ঈদগাঁও ইউনিয়ন সেচ্ছাসেবকলীগ সভাপতি মাহবুব আলম মাবু।
বৃহত্তর ঈদগাঁও পথশিশু ব্লাড এসোসিয়েশনের এডমিন ইমরান তাওহীদ রানা সভাপতিত্বে অন্য দের মাঝে অংশ নেন- স্থানীয় মুরব্বী হেলাল উদ্দিন, ছলিম উল্লাহ, রাশেদুল ইসলাম,সাজ্জাদ। আয়োজন কমিটির পক্ষে উপস্থিত ছিলেন- মো: তাওহীদ, মাহিম, আল নাহিয়ান, জুনাইদ,ইব্রাহিম সিফাত ও জিদান।
প্রধান অতিথি শহীদ উল্লাহ ক্রীড়া চর্চার ক্ষেত্রে ফুটবল ও ক্রিকেট খেলার মাঠ দেওয়ার ঘোষনা দেন। পরে দুই দলকে চ্যাম্পিয়ন ঘোষনা করা হয়েছে।