
ইবি প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মানসুরা আলম ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ছাত্রশিবিরকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে জড়িয়ে যে মন্তব্য করেছেন—তা ভিত্তিহীন, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক বলে কঠোর নিন্দা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) শাখা ছাত্রশিবিরের প্রচার সম্পাদক সৈয়দ আবসার নবী হামযা স্বাক্ষরিত সভাপতি মু. মাহমুদুল হাসান এবং সেক্রেটারি ইউসুফ আলীর যৌথ বিবৃতিতে সংগঠনটি এ প্রতিবাদ জানায়।
বিবৃতিতে বলা হয়, বুধবার রাজধানীর তেজগাঁও কলেজে মাদকসেবনকে কেন্দ্র করে দুষ্কৃতকারীদের হামলায় একজন শিক্ষার্থী নিহত হন। অথচ ছাত্রদল নেতারা এই ঘটনাটি ইচ্ছাকৃতভাবে শিবিরের ওপর চাপানোর কৌশল নিয়েছেন।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ১৭ জুলাই ইবি শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যাকাণ্ডের সাথে ছাত্রশিবিরের কোনো সংশ্লিষ্টতা নেই। তবুও ছাত্রদল নেত্রী মানসুরা আলম অসত্য তথ্য ছড়িয়ে সাজিদ হত্যার দায় শিবিরের ওপর আরোপ করার অপচেষ্টা চালাচ্ছেন।
ছাত্রশিবিরের দাবি, ইচ্ছাকৃত বিভ্রান্তি সৃষ্টি করতেই এ ধরনের মন্তব্য করা হয়েছে। মানসুরা আলমের ভিত্তিহীন অভিযোগ ছাত্রদলের অপপ্রচারমূলক রাজনীতিরই ধারাবাহিকতা।
সংগঠনটির নেতারা বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই খুন, ধর্ষণ, চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ বহু অপরাধে ছাত্রদল জড়িত থাকার ঘটনা প্রকাশ্যে এসেছে। এসব দায় এড়াতেই তারা ছাত্রশিবিরকে লক্ষ্য করে মিথ্যাচার ছড়াচ্ছে।
তারা ছাত্রদল নেতাদের উদ্দেশে আহ্বান জানান—সাজিদ হত্যায় ইবি ছাত্রশিবিরকে জড়িয়ে দেওয়া অসত্য মন্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চাইতে এবং শিক্ষার্থী-সহায়ক রাজনীতিতে ফিরে আসতে। অন্যথায় শিক্ষার্থীরা ছাত্রদলের রাজনীতি প্রত্যাখ্যান করবে বলেও নেতারা মন্তব্য করেন।

























