
মো. মোসাদ্দেক হোসেন, ইবি প্রতিনিধি:
দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির দ্রুত সুস্থতা কামনায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উদ্যোগে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর ২০২৫) জোহরের নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, প্রো-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ মনজুরুল হক উপস্থিত ছিলেন।
এছাড়া ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. আলিনুর রহমান, ইউট্যাব ইবি শাখার সভাপতি অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন, ইবি জিয়া পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামানসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরাও অংশগ্রহণ করেন।
দোয়া মাহফিলে শরীফ ওসমান বিন হাদির দ্রুত সুস্থতা কামনা করে মোনাজাত করা হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, মহান আল্লাহ তায়ালা তাকে শিগগিরই পূর্ণ সুস্থতা দান করবেন এবং তিনি স্বাভাবিক জীবনে ফিরে আসবেন।
























