জেলা প্রতিনিধি।।
গত ৫ আগস্ট আওয়ামীলীগ সরকারের পতন হলেও থেমে নেই সন্ত্রাসী কর্মকান্ড ও মাদক ব্যবসা, চাঁদাবাজি,দখলদারি সহ অস্ত্রধারী ক্যাডার বাহিনীর প্রধান,শ্রমিকলীগ নেতা জসিম উদ্দিন হাওলাদার।
পিরোজপুরের ইন্দুরকানি উপজেলার ৩নং বালিপাড়া ইউনিয়নের পশ্চিম বালিপাড়া ৮নং ওয়ার্ডের কথিত মাদক সেবী ও ব্যবসায়ী- অস্ত্রধারী এবং শক্তিশালী অন্ধকার অপরাধ জগতের গ্যাং যার নেতৃত্ব দিয়ে আসছে, আব্দুস সাত্তার হাওলাদার -সাত্তার মুন্সির- পুত্র অভিযুক্ত শ্রমিক লীগ নেতা মো:জসিম উদ্দিন হাওলাদার।
এলাকাবাসীর অভিযোগ- তার সন্ত্রাসীর দাপট এবং কর্মকাণ্ড উক্ত উপজেলা ছাড়াও ঢাকা তেজগাঁও সাতরাস্তা দীপিকার মোড়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সন্ত্রাসী ক্যাডার। সেই সাথে বিভিন্ন ব্যবসার আড়ালে চালাত মাদক ও অস্ত্র চোরাচালানের নেটওয়ার্ক। এ ছাড়াও পিরোজপুর জেলা সহ ইন্দুরকানি -জিয়ানগর- উপজেলার প্রত্যন্ত অঞ্চলে রয়েছে ক্ষমতার দাপট সহ অপরাধচক্রের বিশাল শক্তিশালী বাহিনী, স্বৈরাচার সরকার পতন হলেও চলমান সন্ত্রাসী জসিম উদ্দিন এর কর্মকান্ড। গ্রামাঞ্চলের সাধারণ মানুষ একপ্রকার জিম্মি তার কাছে- সেই সাথে গড়ে তুলেছে টাকার পাহাড়।
এলাকার কিছু স্বার্থান্বেষী প্রভাবশালী ব্যক্তি ও সুযোগবাদী মহল এই গ্যাংটিকে ব্যবহার করছে। এলাকার নিরীহ ও শান্তিপ্রিয় মানুষ মুখ না খুললেও ভয়ে বিভিন্ন অপরাধে জড়িয়ে পরতে বাধ্য হচ্ছে যুব সমাজ। উক্ত জসিমের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ থাকা সত্ত্বেও আইনের ফাঁকফোকর থেকে বেরিয়ে আসতো স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের নেতাদের ছায়া তলে।
৫ই আগস্ট সরকার পতন হলেও
ক্ষমতার দাপটে উপজেলার বালিপাড়ায় গঠিত আদর্শ যুব সংঘের নামে সন্ত্রাসী বাহিনীর সদস্য সহ জসিমের পোস্টার ছবি বিদ্যমান- নিশ্চুপ প্রশাসন। মহল্লায় মহল্লায় ক্লাবের নামে গড়ে তুলেছে সন্ত্রাসী জসিম শক্তিশালী ক্যাডার বাহিনী ও মাদকের আড্ডাখানা।
বর্তমানে সন্ত্রাসী জসিম গা-ঢাকা দিয়ে থাকলেও রাতের আঁধারে হিংস্র বাঘের মত অস্ত্রধারী গুন্ডাবাহিনী ভয়ে -জীবনের নিরাপত্তায় প্রতিবাদ ও প্রতিহত করতে পারছে না সাধারণ জনগণ। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও যুবসমাজ- অস্ত্রধারী সন্ত্রাসী জসিমের অবিলম্বে আইনের আওতায় আনতে দাবি জানাচ্ছেন- যাতে করে ইন্দুরকানি উপজেলার,আগামী দিনের ভবিষ্যৎ যুবসমাজ বিভিন্ন অপকর্ম ও অপরাধ থেকে বাঁচতে পারে।
সেই সাথে জসিমের সন্ত্রাসী বাহিনীসহ আইনের আওতায় এনে শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।