
মোসাগর ইসলাম,
আগামী ১ ফেব্রুয়ারি ২০২৬ থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সারাদেশে পূর্ণমাত্রায় মোতায়েন হচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই অংশ হিসেবে আজ ২৯ জানুয়ারি থেকে দিনাজপুর জেলার সকল উপজেলায় একযোগে ১৩টি বেইস ক্যাম্পে বিজিবি সদস্য মোতায়েন কার্যক্রম শুরু হয়েছে।
দিনাজপুরে বিজিবির প্রস্তুতি ও মোতায়েন
নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা রক্ষা ও বেসামরিক প্রশাসনকে সহায়তার লক্ষ্যে দিনাজপুর জেলার ০৬টি নির্বাচনী আসনে বিজিবির মোট ৩৭ প্লাটুন সদস্য মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবেন। এর মধ্যে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) থেকে ১৯ প্লাটুন সদস্য নিয়োজিত থাকবেন। ইতোমধ্যে জেলার ৮৪৪টি ভোটকেন্দ্রের রেকি (Reconnaissance) সম্পন্ন করেছে বাহিনীটি।
বিশেষ নিরাপত্তা ও প্রযুক্তি ব্যবহার
নির্বাচনী সহিংসতা রোধ এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি আধুনিক প্রযুক্তির সহায়তা নিচ্ছে:
সীমান্ত নজরদারি: বডি অর্ন ক্যামেরা, নাইট ভিশন গগলস্ ও বাইনোকুলার ব্যবহার করে টহল জোরদার করা হয়েছে।
আকাশপথে নজরদারি: অধিক ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র পর্যবেক্ষণে ড্রোন ব্যবহার করা হবে।
জরুরি পরিস্থিতি: যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বিজিবির র্যাপিড অ্যাকশন টিম (RAT), কুইক রেস্পন্স ফোর্স (QRF) এবং হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে।
ডগ স্কোয়াড: বিশেষ তল্লাশির জন্য মোতায়েন থাকবে বিজিবির বিশেষায়িত K-9 ডগ স্কোয়াড।
সীমান্তবর্তী উপজেলায় একক দায়িত্ব
দিনাজপুর জেলার ৫টি সীমান্তবর্তী উপজেলা— বিরল, বোচাগঞ্জ, ফুলবাড়ী, বিরামপুর ও হাকিমপুর-এ বিজিবি এককভাবে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে। এছাড়া সীমান্তে চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে ১০টি স্থায়ী ও অস্থায়ী চেকপোস্টের মাধ্যমে তল্লাশি চালানো হচ্ছে।
বিজিবির বক্তব্য: > “বিজিবি একটি পেশাদার ও নিরপেক্ষ বাহিনী হিসেবে সকল প্রার্থীর জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। ভোটাররা যাতে ভয়মুক্ত পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেজন্য আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি।”
উল্লেখ্য যে, সারা দেশের ৪৯৫টি উপজেলার মধ্যে ৪৮৯টি উপজেলায় ৩৭ হাজারেরও অধিক বিজিবি সদস্য মোতায়েন করা হচ্ছে। দেশের ৪,৪২৭ কিলোমিটার সীমান্ত সুরক্ষিত রেখেই এই বিশাল বাহিনী নির্বাচনী দায়িত্ব পালন করবে।

























