
বিজয় চৌধুরী,
মরহুমা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা ও শেষকৃত্যকে কেন্দ্র করে এক বক্তব্যে তারেক রহমান বলেছেন, বেগম খালেদা জিয়ার কাছে কারও কোনো পাওনা বা অধিকার থেকে থাকলে তা জানাতে অনুরোধ জানিয়েছেন তিনি।
তারেক রহমান বলেন, “আমার মায়ের কাছে যদি কারও কোনো পাওনা থাকে—তা আর্থিক হোক কিংবা অন্য কোনো দায়িত্ব—অনুগ্রহ করে আমাকে বা আমাদের পরিবারকে জানাবেন। আমরা বিষয়গুলো খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।”
তিনি জানান, বিষয়টি একটি নৈতিক দায়িত্ববোধ থেকে বলা হয়েছে, যাতে কোনো ব্যক্তি বা পক্ষ বঞ্চিত না থাকে এবং সংশ্লিষ্ট সব দায় যথাযথভাবে নিষ্পত্তি করা যায়।
বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফন কার্যক্রম উপলক্ষে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শোকাবহ পরিবেশ বিরাজ করে। জানাজায় অংশ নিতে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে বিপুলসংখ্যক মানুষের সমাগম ঘটে। কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে জানাজা ও আনুষঙ্গিক কর্মসূচি সম্পন্ন করা হয়।
এ সময় দলের শীর্ষ নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, সামাজিক ও পেশাজীবী সংগঠনের সদস্য এবং সাধারণ মানুষ জানাজায় অংশ নেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তত্ত্বাবধানে পুরো এলাকায় যান চলাচল ও জনসমাগম নিয়ন্ত্রণে রাখা হয়।
উল্লেখ্য, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার ও বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়। তাঁর জানাজা ও শেষ বিদায় ঘিরে সারাদেশে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

























