
শ্রীলঙ্কার কলম্বোতে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক ফ্লিট রিভিউতে অংশ নিতে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘প্রত্যয়’ চট্টগ্রাম ত্যাগ করেছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) জাহাজটি শ্রীলঙ্কার উদ্দেশ্যে যাত্রা করে।
শ্রীলঙ্কা নৌবাহিনীর ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২৭ থেকে ৩০ নভেম্বর অনুষ্ঠিতব্য এই আন্তর্জাতিক ফ্লিট রিভিউতে বিশ্বের বিভিন্ন দেশের যুদ্ধজাহাজ, উচ্চপর্যায়ের প্রতিনিধি ও সামরিক বিশেষজ্ঞরা অংশ নেবেন।
চট্টগ্রাম ত্যাগের আগে নৌবাহিনীর রীতি অনুযায়ী সুসজ্জিত বাদকদল বাদ্যযন্ত্র পরিবেশন করে জাহাজটিকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান। তিনি জাহাজের কর্মকর্তা ও নাবিকদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
নৌবাহিনী জানায়, অধিনায়ক ক্যাপ্টেন তৌহিদুল হক ভূঁইয়ার নেতৃত্বে ২৯ জন কর্মকর্তা ও মোট ১৫০ জন নাবিক এ মহড়ায় অংশ নেবেন। আন্তর্জাতিক সমুদ্র নিরাপত্তা, জলদস্যুতা ও চোরাচালান প্রতিরোধ, মানবপাচার, অবৈধ মৎস্য আহরণ রোধসহ মানবিক সহায়তা ও দুর্যোগ ব্যবস্থাপনায় বৈশ্বিক সহযোগিতা জোরদারে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আগামী ৫ ডিসেম্বর জাহাজটির চট্টগ্রামে ফেরার কথা রয়েছে।
























