
শওকত আলম, কক্সবাজার:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে “আগামী বাংলাদেশের প্রধানমন্ত্রী আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান”—এই প্রত্যয়ে কক্সবাজার সদর–রামু–ঈদগাঁও আসনে সংসদ সদস্য পদপ্রার্থী শহিদুল আলম বাহাদুরের সমর্থনে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার জুমার নামাজ শেষে বিকেলে ঈদগাঁও উপজেলা থেকে শুরু হওয়া মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিভিন্ন এলাকায় সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে জামায়াতে ইসলামী ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ বিপুল সংখ্যক সমর্থক অংশগ্রহণ করেন।
মিছিলকারীরা দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে
“আগামী প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান”,
“সংসদ সদস্য পদপ্রার্থী শহিদুল আলম বাহাদুর”,
“সুশাসন, ন্যায়বিচার ও ইসলামী রাষ্ট্র চাই”—
এমন নানা স্লোগান দেন। পুরো কর্মসূচি জুড়ে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।
মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন কক্সবাজার–৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শহিদুল আলম বাহাদুর। তিনি বলেন,
“আমি ক্ষমতার রাজনীতি নয়, জনতার অধিকার প্রতিষ্ঠার রাজনীতি করতে চাই। এ এলাকার মানুষ দীর্ঘদিন বঞ্চিত। নির্বাচিত হলে ইনশাআল্লাহ সততা, জবাবদিহিতা ও ন্যায়ভিত্তিক উন্নয়নের মাধ্যমে জনগণের আস্থা ফিরিয়ে আনবো।”
তিনি আরও বলেন,
“দেশে একটি গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে হলে জনগণের ভোটাধিকার রক্ষা করতে হবে। জনগণের রায়েই রাষ্ট্র পরিচালনার অধিকার নির্ধারিত হবে।”
এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তি, স্থানীয় নেতৃবৃন্দ এবং তরুণ সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
























