চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রাম নগরীর ১৩নং পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক আব্দুল হান্নান হিরাকে গ্রেফতার করেছে খুলশী থানা পুলিশ।
রবিবার রাত আনুমানিক সাড়ে ১১টার সময় খুলশী থানাধীন ওয়ার্লেস টিএনটি গেইট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতার হওয়া আওয়ামী নেতা হিরার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে সিএমপির কোতোয়ালী থানায় একটি মামলা রয়েছে। যার মামলা নং ৪৯/৪০৫ তারিখ-
২৩ সেপ্টেম্বর ২০২৪। এই মামলার ৩০৭ নং আসামি আব্দুল হান্নান হিরা।
হিরার গ্রেফতারের খবরে ১৩নং পাহাড়তলী ওয়ার্ডের বাসিন্দারাসহ সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন পেইজ ও ব্যাক্তিগত প্রোফাইলে হিরার বিরুদ্ধে নানা মন্তব্য করছে নেটিজেনরা।
অনেকে হিরাকে ভূয়া সাংবাদিক বলেও মন্তব্য করছেন।
এই বিষয়ে খুলশী থানা পুলিশ জানিয়েছেন হিরার সম্পর্কে বিভিন্ন তথ্যছিলো আমাদের কাছে, এখনো তদন্ত চলছে- তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।