
সালমান মির্জা, রায়পুর:
সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে এলপিজি সিলিন্ডার বিক্রি করার অপরাধে লক্ষ্মীপুরের রায়পুরে ‘বিনিময় ট্রেডার্স’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে রায়পুর মেইন রোডে অভিযান চালিয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এই দণ্ড প্রদান করে।
অভিযানের প্রেক্ষাপট:
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, বিনিময় ট্রেডার্স সিলিন্ডার গ্যাসের সরকার নির্ধারিত রেট অমান্য করে অতিরিক্ত টাকা হাতিয়ে নিচ্ছে—এমন অভিযোগের সত্যতা যাচাই করতে এই অভিযান চালানো হয়। সরেজমিনে অভিযোগের প্রমাণ মেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ওই প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা করা হয়।
সতর্কবার্তা:
অভিযান পরিচালনাকারী কর্মকর্তা নূর হোসেন জানান, বাজার নিয়ন্ত্রণে তাদের এই বিশেষ তদারকি অব্যাহত থাকবে। তিনি ব্যবসায়ীদের ন্যায্য মূল্যে পণ্য বিক্রির কঠোর নির্দেশনা দেন এবং পুনরাবৃত্তি ঘটলে আরও বড় শাস্তির হুঁশিয়ারি দেন।
বাজার পরিস্থিতি:
বাজারে অস্থিরতা রোধে প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের মতে, নিয়মিত এমন অভিযান চললে অসাধু ব্যবসায়ীরা দাম বাড়ানোর সাহস পাবে না এবং সাধারণ মানুষের ভোগান্তি কমবে।
























