মোঃ আবু তৈয়ব
হাটহাজারী- চট্টগ্রাম- প্রতিনিধি।।
দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী -এর তত্ত্বাবধানে পরিচালিত “রাবেতাতুল মাদারিসিদ দ্বীনিয়্যাহ আল-মারকাজিয়্যাহ বাংলাদেশ”-এর প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত।
হাটহাজারী মাদরাসা দেশের সর্বপ্রাচীন ও সর্ববৃহৎ দ্বীনী দরসগাহ, মাকবুল এদারা এবং বাংলাদেশের উম্মুল মাদারিস। হাটহাজারী মাদরাসার লক্ষ লক্ষ ছাত্র-ভক্ত দেশ-বিদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছেন এবং বিভিন্নভাবে দ্বীনের গুরুত্বপূর্ণ খিদমাত আঞ্জাম দিয়ে আসছেন বলেন উপস্থিত প্রতিনিধিগণ।
হাটহাজারী মাদরাসার তত্ত্বাবধানে— رابطة المدارس الدينية المركزية بنغلاديش“ -রাবেতাতুল মাদারিসিদ দ্বীনিয়্যাহ আল-মারকাযিয়্যাহ বাংলাদেশ- নামে একটি নতুন বোর্ডের যাত্রা আজ শুরু হয়েছে।
রবিবার -২৭ অক্টোবর- সকাল ১০টায় হাটহাজারী মাদরাসা মিলনায়তনে উক্ত বোর্ডের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে সর্বসম্মিতক্রমে -রাবেতাতুল মাদারিসিদ দ্বীনিয়্যাহ আল-মারকাজিয়্যাহ- বোর্ড গঠন এবং এর কমিটি অনুমোদন করা হয়।
উম্মুল মাদারিসের তত্ত্বাবধানে কওমি মাদ্রাসা শিক্ষাব্যবস্থার স্বকীয় বৈশিষ্ট্য অক্ষুণ্ন রাখার লক্ষ্যে -রাবেতাতুল মাদারিসিদ দ্বীনিয়্যাহ আল-মারকাজিয়্যাহ বাংলাদেশ”-এর সার্বিক সফলতা উন্নতি অগ্রগতি কামনা করে উপস্থিত সকলে।