
মোঃ ফারুক মিয়া -সিলেট।।
সিলেটে শুরু হচ্ছে বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড নারী দলের তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ বৃহস্পতিবার ৫ ডিসেম্বর টি টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ।
টি-টোয়েন্টি সিরিজের আগের দিনে বুধবার -৪ ডিসেম্বর- দুপুর ২টায় মালনীছড়া চা বাগানে ট্রফি উন্মোচন করেন দুই দলের অধিনায়ক। সিলেটের চা শ্রমিকদের ট্রেডিশনাল পোশাকে ও সিলেটের চায়ের ঐতিহ্যের প্রতীক হিসেবে দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও গ্যাবি লুইস এ ট্রফি উন্মোচন করেন। ট্রফি উন্মোচন আগে চা শ্রমিকের বেশে প্রতীকে পাতা উত্তোলন করে জ্যোতি ও গ্যাবি। সিরিজের প্রথম ম্যাচ আগামী ৫ ডিসেম্বর- দ্বিতীয় ম্যাচ ৭ ডিসেম্বর ও তৃতীয় ম্যাচ ৯ ডিসেম্বর। সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
এর আগে ঢাকায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ হয় আয়ারল্যান্ড। তাই ওয়ানডে জয় পাওয়ার পর কিছুটা ফুর ফুরে ও আত্মবিশ্বাসের দিক থেকে এগিয়ে বাংলাদেশের বাগিনীরা।