মোঃ আসিফুজ্জামান আসিফ
সিনিয়র ষ্টাফ রিপোর্টার।।
সাভারের আশুলিয়ায় শ্রমিক মারধর ও ওভারটাইম বিল ছাড়া অতিরিক্ত কাজ করানোর প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকরা।
মঙ্গলবার -২৭ আগস্ট- সকাল সাড়ে ৮টা থেকে প্রায় আড়াই ঘণ্টাব্যাপী নবীনগর-চন্দ্রা মহাসড়কের পলাশবাড়ী এলাকা অবরোধ করে বিক্ষোভ করেন স্কাইলাইন- পার্ল- উইলিয়ামস ও শাহরিয়ার নামক পোশাক কারখানার শ্রমিকরা। এতে সড়কটির উভয়পাশে যান চলাচল বন্ধ হয়ে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। পরে সেনাবাহিনী এসে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে তুলে দেয়।
এসময় বিক্ষুব্ধ শ্রমিকরা জানান- স্কাইলাইন কারখানায় শ্রমিকদের ঊর্ধ্বতন কর্মকর্তারা মারধর করেন। কারখানায় শ্রমিকদের কোনো ধরনের কাজে তারতম্য হলেই নানা ধরনের শাস্তির আওতায় নেয় কর্তৃপক্ষ। এছাড়া অতিরিক্ত সময় কাজ করলে কোনো ধরনের ওভারটাইম -ওটি- বিল পরিশোধ করে না। তাই শ্রমিকরা সড়কে নামতে বাধ্য হয়েছেন।
এ ব্যাপারে স্কাইলাইন পোশাক কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তারা কথা বলতে রাজি হননি।