মোঃ আসিফুজ্জামান আসিফ
সিনিয়র ষ্টাফ রিপোর্টার।।
ঢাকার সাভারের আমিন বাজার এলাকায় চাঞ্চল্যকর বাবা-ছেলে ডাবল মার্ডারের ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে র্যাব-৪।
সোমবার -২৩ সেপ্টেম্বর- এক বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এসব তথ্য জানায় র্যাব-৪ সিপিসি-২ কোম্পানি কমান্ডার মেজর জালিস মাহমুদ খান।
এর আগে- রোববার সাভারের আমিন বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন—সিরাজগঞ্জ জেলার আনিস সরদার -২৬ -ও চাঁপাইনবাবগঞ্জ জেলার আদিল বিশ্বাস -২৪-।
র্যাব জানায়, ঘটনায় দিন গ্রেফতার দুইজনসহ তাদের আরও কয়েকজন সহযোগী মিলে ফুয়াদুল ইসলাম ও তার শিশু পুত্রকে গলা কেটে হত্যা করে। পরে লাশ গুম করতে খামারের ভেতরে মাটিচাপা দিয়ে রাখা হয়। এর কিছুদিন পর শেয়াল মাটি খুড়ে ওই লাশ বের করে ফেলে।