
মোঃ মিজানুর রহমান সাতকানিয়া প্রতিনিধি
সাতকানিয়া উপজেলা সদর ইউনিয়নের বারদোনা এলাকায় অবৈধভাবে মাটি কাটার দায়ে ইয়াছিন আরফাত ও মোহাম্মদ ইলিয়াছ
নামে দুইজনকে ১মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে। এ সময় দুইটি ডাম্পার জব্দ করেছেন উপজেলা সহকারী কমিশনার -ভুমি- ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম।
বুধবার -৫ মার্চ- সাতকানিয়া উপজেলা সদর ইউনিয়নের বারদোনা এলাকায় মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার -ভূমি- ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম। এ সময় অবৈধভাবে মাটি কাটার দায়ে লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের নুরুল ইসলামের ছেলে ইয়াছিন আরফাত-২১- ও আমিরাবাদ ইউনিয়নের ফওজুল কবিরের ছেলে মোহাম্মদ ইলিয়াছ-৩৫- কে আটক করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় তাদেরকে ১মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। এ সময় দুইটি ডাম্পার জব্দ করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার-ভুমি-ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম। অভিযানে সহায়তা করেন উপজেলা ভূমি অফিসের কর্মচারী ও সাতকানিয়া থানার পুলিশ সদস্যবৃন্দ।
উপজেলা সহকারী কমিশনার -ভুমি- ফারিস্তা করিম বলেন, মাটি খেকো সিন্ডিকেটের অপতৎপরতা রোধে জনস্বার্থে উপজেলা প্রশাসনের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।