
আব্বাস উদ্দিন
ব্রাহ্মণ বাড়িয়া জেলা প্রতিনিধি।।
ব্রাহ্মণবাড়িয়া জেলা সরাইল থানা কর্মরত এসআই- নিঃ-মোহাম্মদ ফারুক হোসেনএর নেতৃত্বে এসআই -নিরস্ত্র- মোঃ জয়নাল আবেদীন-এসআই -নিরস্ত্র- মোঃ নুরুন নবী, এএসআই -নিরস্ত্র- রুবেল আখন সঙ্গীয় ফোর্সদের সহযোগিতায় ৫ই ডিসেম্বর ২০২৪ খ্রিঃ তারিখে রাত অনুমান ৩.২০ ঘটিকার সময়ে সরাইল থানাধীন শাহবাজপুর ব্রীজের পূ্র্ব অংশে ঢাকা-সিলেট মহাড়সকের উপর সড়কের দক্ষিন পার্শ্বে চেক পোষ্ট ডিউটি করিয়া ৩৩০ পিস ইয়াবা ট্যবলেট সহ মাদক ব্যবসায়ী আসামী মোঃ আব্দুল্লাহ এর পরিহিত শার্টের বাম পকেট হতে ১৯৩ -একশত তিরানব্বই-পিস- আসামী-আবুল কালাম এর পরিহিত লুঙ্গির কাচা হতে ৬৫ -পয়ষট্টি- পিস মাদক ইয়াবা ট্যাবলেট এবং আসামী-মোঃ শাহ আলম এর পরিহিত শার্টের বাম পকেট হতে ৭২ -বাহাত্তর-পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
আসামীর নাম ও ঠিকানাঃ- -১- মোঃ আব্দুল্লাহ -২৯- পিতা-মৃত রহমত আলী- মাতা-মালেকা বেগম- সাং-শাহবাজপুর- মুন্সিহাটি-২- মোঃ আবুল কালাম -৪৭- পিতা-মৃত আবু তাহের- মাতা-মৃত আয়েশা বেগম-সাং-শাহবাজপুর- মুড়াহাটি- আতকা বাজার-৩- মোঃ শাহ আলম -৪২- পিতা-মৃত মুন্নু মিয়া- মাতা-তোহরা বেগম- সাং-শাহবাজপুর, মুড়াহাটি- কালা মিয়ার বাড়ি- সর্বথানা-সরাইল- জেলা-ব্রাহ্মণবাড়িয়া।
এ বিষয়ের সরাইল থানা অফিসার ইনচার্জ জনাব মোঃ রফিকুল হাসান, মিডিয়া প্রতিনিধি কে বলেন- আসামীদের বিরুদ্ধে সরাইল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন- ২০১৮ এর ৩৬-১- এর টেবিল ১০ -ক- ৪১ মামলা দায়ের হয়।
আসামি আব্দুল্লাহ এবং কালাম কুখ্যাত মাদক ব্যবসায়ী এবং আন্ত:জেলা ডাকাত দলের সদস্য। আব্দুল্লাহর বিরুদ্ধে মাদক এবং ডাকাতির ১০টি মামলা বিভিন্ন থানায় তদন্তাধীন ও বিচারাধীন আছে। কালাম এর বিরুদ্ধে মাদক এবং ডাকাতির ৯ টি মামলা বিভিন্ন থানায় তদন্তাধীন ও বিচারাধীন আছে।আসামী শাহ আলম এর বিরুদ্ধে ১টি মামলা বিচারাধীন আছে।মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে । মাদকের বিরুদ্ধে সরাইল থানা পুলিশ জিরো ট্রলারেন্স। আসামি কোর্ট হাজতে সোপর্দ করা হয়েছে ।আমরা দায়িত্ব পালনে সচেষ্ট আছি ।