মোঃআবু কাওছার মিঠু
নারায়ণগঞ্জ প্রতিনিধি।।
সন্ত্রাস- মাদক- লুটপাট ও দখলদারদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলা ছাত্র দলের সাবেক সভাপতি নাহিদ হাসানের নেতৃত্বে
প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার বিকালে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা গাউছিয়া এলাকার এ কর্মসূচী পালন করা হয়।
মিছিল সড়কের ভুলতা এলাকা থেকে শুরু হয়ে গোলাকান্দাইল হয়ে ফের ভুলতা এসে শেষ হয়। মিছিল শেষে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় ছাত্রদল নেতা নাহিদ হাসান বলেন-
৫ আগষ্ট বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের চাপের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগ করার পর এক শ্রেণীর সুবিধাবাদী লোক দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাস, মাদক- লুটপাট ও দখলদারীসহ বিভিন্ন অপকর্মে লিপ্ত আছে। তারা দেশে অরাজকতা সৃষ্টি করছে। তাদের বিরুদ্ধে সর্বদা ছাত্রদল সোচ্ছার। সন্ত্রাসীরা যে পক্ষের হোক না কেন ছাত্রদল তাদের বিরুদ্ধে সব সময় আছে।
এসময় উপস্থিত ছিলেন- রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব
মাসুম বিল্লাহ- রূপগঞ্জ উপজেলা ছাত্রদল সাবেক যুগ্ম আহবায়ক আশরাফুল ইসলাম হৃদয়- কামরুল হাসান- তন্ময় হাসান- সেহেদী হাসান জিতু- রাকিব হাসানসহ অনেকে।