শিমুল তালুকদার
সদরপুর থেকে।।
ফরিদপুরের সদরপুর উপজেলার ভাষাণচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ গোলাম কাউসার এর নামে মিথ্যা সংবাদ প্রকাশের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে প্রতিবাদ জানিয়েছেন ভাষাণচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ গোলাম কাউসার।
১৭ জুলাই বৃহস্পতিবার দুপুর ১২ টায় সদরপুর উপজেলার ভাষানচর ইউনিয়ন পরিষদে আয়োজিত সংবাদ সম্মেলনে চেয়ারম্যান শেখ গোলাম কাউসার বলেন সম্প্রতি আমার ইউনিয়নের সদস্য ও সংরক্ষিত মহিলা মেম্বরদের মধ্য ৮ জন আমার পরিষদের সচিবের বিরুদ্ধে উর্ধতন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। এবং পরবর্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেই অভিযোগের ভিষয়টি সমাধান করে দেন। এবং সেই ঘটনার জের ধরে গত ১৫ জুলাই সকাল সাড়ে ১১ টার দিকে ৩ জন গণমাধ্যম কর্মি আমার উপস্থিতিতে আমার পরিষদে প্রবেশ করে আমার কাছে সচিবের সম্পর্কে জানতে চান। আমি উর্ধতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া এই ব্যাপারে সাংবাদিকদের সাথে কথা বলতে অপারগতা প্রকাশ করি। এর মধ্যে সদরপুরের ২ জন সাংবাদিক সেখানে উপস্থিত হয়ে অপর ৩ সাংবাদিকদের কাছে অভিযোগের কপি দেখতে চান। এই নিয়ে সাংবাদিক দের সাথে কথা কাটাকাটি হয়। তখন পরিস্থিতি উতপ্ত হয়ে উঠলে আমি উভয়কেই শান্ত করার চেষ্টা করি। চেয়ারম্যান সেখ গোলাম কাউসার তার লিখিত বক্তব্যে অভিযোগ করেন যে এই বিষয়টি নিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশিত হয়।
যা সম্পুর্ন ভিত্তিহীন। এই সংবাদের তিব্র প্রতিবাদ জানান তিনি। এ সময়ে স্থানীয় জনসাধারণ ও ইউ পি মেম্বার ও সদরপুরের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিরা উপস্থিত ছিলেন।