সদরপুর থেকে
শিমুল তালুকদার।।
ভরবো মাছে মোদের দেশ- গড়বো স্মার্ট বাংলাদেশ- এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের সদরপুরে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে ৩০ জুলাই থেকে ০৫ আগস্ট পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ উদ্বোধন করা হয়েছে। বুধবার -৩১ জুলাই- সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা- পুরস্কার বিতরণ ও বিভিন্ন জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করা হয়। এর আগে উপজেলা মৎস্য কর্মকর্তা এ.এম. জাহাঙ্গীর কবিরের সার্বিক তত্বাবধানে মৎস্য সপ্তাহ উপলক্ষে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ উদযাপন কমিটির আয়োজনে এবং উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মোরাদ আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম -বাবুল- ভাইস চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম -পান্নু মৃধা- মহিলা ভাইস চেয়ারম্যান তামান্না পারভীন রেভা- উপজেলা ইঞ্জিনিয়ার আব্দুল মোমেন- সদরপুর থানার এস.আই মোঃ মামুন- বিভিন্ন ইউনিয়নের মৎস্যজীবি- সাংবাদিক ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ। সভায় উপজেলার ৩জন শ্রেষ্ঠ মৎসচাষীকে পুরস্কৃত করা হয় ।