শিমুল তালুকদার
সদরপুর থেকে।।
আজ ৩ জানুয়ারী শুক্রবার সকাল ১১টায় সদরপুর উপজেলা ছাত্রদল ও কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিশ্ব জাকের মঞ্জিল স্কুল মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হাসপাতাল মোড় চত্বরে এসে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় সদরপুর কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক রুমন মাতুব্বর এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু- বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস- যুগ্ন সাধারণ সম্পাদক মোল্লা জাওয়াদ- ছাত্রনেতা নজরুল কবির নিরব- মশিউর রহমান- ফয়সাল খান- সবুজ মল্লিক- মিঠু ইসলাম- ইকরামুল মোল্লা- এনামুল বিজয়- তমাল মোল্লাসহ সদরপুর উপজেলার ৯টি ইউনিয়নের জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।