
স্টাফ রিপোর্টার- মেহেরপুর।।
স্বৈরাচার ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতন হয়েছে। তবে এখনো তাদের প্রেতাত্মারা বসে নেই। সেহেতু সকলকে ঐক্য- ধৈর্য ও সতর্ক থেকে দলকে শক্তিশালী করতে হবে বলে জানালেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা- সাবেক মন্ত্রী ও ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমান।
সোমবার -৯ ডিসেম্বর- সন্ধার দিকে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে খুলনা বিভাগের অন্তর্গত জেলা সমূহ ও মহানগর সমূহের সম্মেলন সফল করার লক্ষ্যে মেহেরপুর জেলা বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি আরও বলেন- তারেক রহমানের নির্দেশে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করছি- বিএনপি জনগণের কল্যাণে সব সময় কাজ করে চলেছে। তাই বিএনপিকে এবার জনগণ ভোট দিয়ে নির্বাচিত করবে- স্বৈরাচারী শেখ হাসিনাকে আর জনগণ দেখতে চাইনা কারণ শেখ হাসিনা সরকার জনগণের ভোট চুরি করে অধিকার বঞ্চিত করে জনগণকে জিম্মি করে রেখেছিলো।
মেহেরপুর জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- খুলনা বিভাগীয় বিএনপি’র ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত- খুলনা বিভাগীয় বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু ও কেন্দ্রীয় বিএনপি’র সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল।
মেহেরপুর পৌর বিএনপি’র সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মেহেরপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন- জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাভেদ মাসুদ মিল্টন- সহ-সভাপতি ইলিয়াস হোসেন, সহ-সভাপতি আনসারুল হক- আলমগীর খান ছাতু-গুরুদাস হালদার-মোস্তাফিজুর রহমান খোকন ও সাবেক ভিপি আজিজুল ইসলাম টোকনসহ জেলা বিএনপি ও এর সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।