
মোঃ মাসুদ রানা মনি
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি।।
লক্ষ্মীপুরে সুপারি বাগানে প্লাস্টিকের ব্যাগ ভর্তি এক নবজাতকের লাশ পাওয়া গেছে।
বৃহস্পতিবার -২৪ অক্টোবর- বিকেলে সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামের আবদুল করিমের সুপারিবাগানে স্থানীয়রা লাশটি দেখতে পায়। সন্ধ্যায় সাড়ে ৬টা পর্যন্ত পুলিশ না পৌঁছায় লাশটি ঘটনাস্থলেই প্লাস্টিকের ব্যাগে পড়ে ছিল।
স্থানীয়রা জানায়- এখন সুপারি মৌসুম। বিকেলে চরমনসা গ্রামের আবদুল করিমের বাগানে কয়েকজন শিশু সুপারি কুড়াতে যায়। এসময় তারা বাগানে পড়ে থাকা প্লাস্টিকের ব্যাগের ভেতর নবজাতকের মাথার অংশ দেখে লোকজনকে ডেকে আনে। পরে লোকজন এসে লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ না পৌঁছায় লাশটি কেউ উদ্ধার করেনি।
স্থানীয় ৬নং ওয়ার্ড মেম্বার মো. নুরুন্নবি জানান-খবরটি শুনেছি। তবে কে বা কারা নবজাতকের লাশটি ফেলে গেছে সেটি এখনও জানা যায়নি।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা -ওসি- আবদুল মুন্নাফ বলেন- খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে। এখনো বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।