
মোঃ সৌরভ হোসাইন (সবুজ)
স্টাফ রিপোর্ট সিরাজগঞ্জ।।
সিরাজগঞ্জের সালঙ্গায় ৪৮ কেজি ৯৬০ গ্রাম গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছেন র্যাব,শনিবার দিবাগত রাতে জেলার সলঙ্গা থানাধীন হাটিকুমরুল গোলচত্তরের দক্ষিণ পার্শ্বে পাবনাগামী মহাসড়কের পশ্চিম পার্শ্বে কাঁচা বাজারের সামনে পাকা রাস্তার উপর এ অভিযান চালানো হয় । এছাড়াও তাহাদের সাথে থাকা মাদক ক্রয়-বিক্রয়ের ও বহনের কাজে ব্যবহৃত ০১টি পিকআপ ও ০২ টি মোবাইল জব্দ করা হয়।
আটক আসামিরা হলেন নওগাঁর সাপাহার থানার আনারপুর এলাকার মো. সাইফদ্দীনের ছেলে হামিদুর রহমান (৩২) ও একই এলাকার পিয়ার আলীর ছেলে মোঃ আব্দুল খালেক (৩০)।
শুক্রবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উল্লেখিত স্থানে একটি পিকআপ ভ্যানে তল্লাশী চালিয়ে ৪৮ কেজি ৯৬০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদ মারুফ হোসেন পিপিএম অধিনায়ক র্যাব ১২,
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামীরা দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছিলো।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।
























