মোঃআবু কাওছার মিঠু
নারায়ণগঞ্জ- প্রতিনিধি।।
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার ২০২৪-২৫ অর্থ বছরে ১৭৩কোটি ১৫লক্ষ ২হাজার ১০৫টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেটের ব্যয় ধরা হয়েছে ১৬৪কোটি ৩৩লক্ষ ২৫হাজার টাকা। উদ্ধৃত্ব ধরা হয়েছে ৮কোটি ৮১লক্ষ ৭৭হাজার ১৫০টাকা। মাদক বিরোধী- ক্রীড়া অনুষ্ঠান- শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা- পানি সরবরাহ- জলবদ্ধতা নিরসন- পয়নিষ্কাশন ও বর্জ্য ব্যবস্থাপনা- বৃক্ষ রোপণ রক্ষণাবেক্ষণ- রাস্তা-ঘাট- কালভার্ট ও ড্রেন নির্মাণে এ অর্থ ব্যয় করা হবে। গতকাল ৭জুলাই রবিবার তারাবো পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত এ বাজেট ঘোষণা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক- রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান হাবিব- উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান মাহমুদ রাসেল- ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান- কাউন্সিলর আমির হোসেন ভুঁইয়া- রফিকুল ইসলাম মনির- রাসেল সিকদার- মাহবুবুর রহমান জাকারিয়া- আতিকুর রহমান- রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ মোমেন- সাধারণ সম্পাদক মকবুল হোসেন প্রমুখ।
পরে তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী বাজেট ঘোষণা করেন।